বুয়েটের তিতুমীর হলের দেয়াল জুড়ে আঁকা হয়েছে এসব প্রতিবাদ চিত্র।
রবিবার বিকেল। পলাশীর মোড় পার হয়ে বাংলাদেশ প্রোকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের দিকে হাঁটতে হাঁটতে কিছুটা দূর এগুতেই চোখে পরলো দেয়াল জুড়ে আঁকা একের পর এক গ্রাফিতি চিত্র। এই পথ ধরে হাঁটতে হাঁটতে অনেকেই দাঁড়িয়ে পড়ছেন ছবিগুলো দেখে। কেউ কেউ আবার মুঠোফোনে ছবিও তুলে নিচ্ছেন। এমনই একটি গ্রাফিতি চিত্রের ছবিতে দেখা যায় কচ্ছপের পিঠে ‘বিচার’। এই ছবিটি অতিক্রম করতে করতে দুই তরুণী পথচারী বলছিলো- ‘বিচার হবে নাকি...’। সেই সংশয়ের ভাষাইতো প্রতিবাদের গ্রাফিতি হয়ে জেগে আছে দেয়ালে। বুয়েটের তিতুমীর হলের দেয়াজুড়ে আঁকা হয়েছে এমন বেশ কিছু গ্রাফিতি। পাশের হলটিই শের-ই-বাংলা হল। এই হলেই ২০১১ নম্বর রুমে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতারা হত্যা করেছে আবরার ফাহাদকে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সন্ত্রাসীদের প্রতিরোধের ডাক দিয়েই দেয়াল জুড়ে আঁকা হয়েছে প্রতিবাদ চিত্র। দেয়ালের সেই প্রতিবাদী গ্রাফিতি এখন ছড়িয়ে পরেছে ফেসবুকেও। গ্রাফিতি চিত্রে উঠে এসেছে দমন পীড়ন নির্যাতন এবং প্রতিবাদ-প্রতিরোধের নানা ছবি। একেকটি ছবি যেন আন্দোলনের স্ফুলিঙ্গ বার্তা হয়ে শোভা পাচ্ছে বুয়েটের দেয়ালে। হত্যার বিচার ও শিক্ষাঙ্গনে সন্ত্র